ইচ্ছেরা তো ইচ্ছেঘুড়ি
                   হলদে পাখির ছানা
ঝটপটিয়ে উড়তে তাদের
                   নেইতো বারণ মানা।

ইচ্ছেরা সব মোরগ ঝুটি
                   রাঙা চেলির রাগে
কাল সময়ের ধার ধারে না
                   ইচ্ছে মতই জাগে।

ইচ্ছে আমার দেহাতি সুর
                   শীর্ণ নদীর পাড়ে
জল কেলিতে ঝলমলিয়ে
                   ভাওয়াইয়া গান ছাড়ে।

ইচ্ছেমতীর ইচ্ছেরা সব
                  স্থির কখনো রয় না
সুযোগ পেলে দাঁত কেলিয়ে
                   ধরে সুখের বায়না।

স্বাধীনতার  ইচ্ছে  ঘুড়ির
                  স্বেচ্ছাচারী ডানা
ইচ্ছেমত উড়তে পারায়
                  আছেই কিছু মানা;
                  ‎
যা ইচ্ছে তা করতে পারো
                   চলতেও পারো বটে
কেউ বাধা না দিলে তাতে
                   আর না গেলে চটে।
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-১৩) কাব্য সংকলনে প্রকাশিত।