এই নিত্য বহমানতায় –
মাঝে মাঝে, বিস্মৃতির ছায়ায়
ইচ্ছে হয় কি কারো –
যাচাই করি নিজেকে কখনো?
এমন ইচ্ছে কখনো আমার হয় যে বড়!
ইচ্ছে করে সপ্তাকাশে চড়ি –
ঈগলচক্ষু মেলে দেখি আমার ভুবন,
মাঠ-ঘাট, খেলাঘর, আঙিনা বিতান;
আমিহীন এ বাসর চলছে কেমন?
কোন ঘাটে মোরে ছিল বেশি প্রয়োজন?
সুহৃদ এখনো কে’বা, হৃদয় বাড়ৈ,
কার মনে জেগে আছি ঘাসফুল সেজে,
কোন আসর আমি বিনে হয় না যাপন
কোথা ছিনু অনুপম, এখনো মোরে বেশি প্রয়োজন.....
কী-বা ছিল দেনা মোর কী-বা আয়োজন?
আমি বিনে কার হৃদি কাঁদিছে অহর্নিশি।
কোন কাজ আমিহীন হয় না গঠন?
যদি আমি আরবার ফিরবার পাই
নব সাজে সাজাতাম এ জীবন পুনঃ
ভাবি নাই যা কখনো... আগে করি নাই।
- - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৪৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।