প্রাণ তো নয় গাছের গোটা
থোকায় ঝুলে থাকে
দেহ ছাড়া কোন শিল্পী আর
প্রাণের ছবি আঁকে?
প্রাণ বিহনে দেহের কী দাম
তেমন মন বিহীন দেহ
প্রাণ ছাড়া দেহ কি আর
ভাবতে পারে কেহ?
দেহখানা প্রাণের আধার
হৃৎপিণ্ড যার নাম
মন হৃদয়কে চেনে না সে,
রক্ত নিয়েই কাম।
সে রক্ত টানে রক্ত ছড়ায়
দেহের কোষে কোষে
পল-দণ্ডের নেই তো বিরাম
শুরুর থেকে শেষে।
একবার সে থেমে গেলে
প্রাণ যায় দেহ ছেড়ে
তখন তারে বলি যমদূত -
প্রাণ নিয়েছে কেড়ে।
হৃৎপিণ্ডটা সচল যখন
ততক্ষণ সে প্রাণ
স্পন্দন তার থেমে গেলে
প্রাণের পরিত্রাণ।
প্রাণ বিনে দেহ স্থবির
মন বিহনে তাই দেহ
চিত্ত কিংবা মনের কায়া
খুঁজতে যায় না কেহ।
মনের সাথে হৃদয় মিলাই
হৃৎপিণ্ড তো নয়
হৃদয় কী মন চিত্ত হিয়া
একই বৃন্তে পরিচয়।
মন বলি আর হৃদয় বলি
শুধুই অনুভূতি
হৃৎপিণ্ডটা থেমে গেলেই
হৃদয় হারায় গতি।
হৃৎপিণ্ডটা ঘীরেই প্রাণ
তাতেই ভালোবাসা
হৃৎপিণ্ড প্রাণ দুইয়ে মিলে
জীবনখানা খাসা।