হৃষ্ট-পুষ্ট ডাঁসা ডাঁসা
ইচ্ছেগুলো স্বপ্নে ঠাঁসা
নানান বরণ ইচ্ছামতির
হরেক রকম স্বপ্ন ভাষা।
প্রখর রোদে ঠাঁই না পেলে
গাঙ ফড়িঙের ডানায় চড়ে
ইচ্ছেরা সব জমায় পাড়ি
হিজল তলীর ল্যাংচা মোড়ে।
হিজল ছায়ায় ঝিম ধরানো
বশ না মানা ইচ্ছেরা সব
উজান তলীর হাটের শেষে
দল বেঁধে করবে কলরব।
শত আশার উড়নী হাতে
ইচ্ছেরা সব থাক জেগে থাক
ওই নীলিমার প্রান্ত রেখায়
গলা ছেড়ে হাঁকবে না ডাক?
যাক উড়ে যাক বেদুইন মন
ইচ্ছা পাড়ের আকাশ ফুঁড়ে
দুয়ার খুলে বেড়িয়ে আসুক
দেশ বিদেশের সীমা ছেড়ে।
ইচ্ছারা সব জমায় পাড়ি
স্বপ্নাবেশে দুয়ার ভেঙ্গে
হরেক রকম স্বপ্ন কলি
সাজায় জীবন কতই রঙে!
শত আশার ফুলঝুরি সব
ইচ্ছা পাখির ডানায় উড়ুক
ইচ্ছামতির সুখের ভাষায়
জীবন বাগের ফুলটি ফুটুক।