রহস্য ঘেরা চোখে সে কী কুয়াশা?
হায় ঘুম, বিবাগীর হৃদি কীর্তিনাশা
তোমার কলম সামলে রেখো কবি
ঈর্ষার জলরঙে এঁকো না কাব্য ছবি।
আনমনে কখনো সে দাঁড়লে এসে
নিজ পরিচয়টুকু ভুলে ছিন্ন বেশে
ক্ষমা করে দিও তারে নীরব হেসে
ছায়াটুকু ভুলে যেও দিবস শেষে।
দুঃখ পানে হয় যে জন দুঃখ ভেদি
পরম সুখেও সে হয় না আহ্লাদি।
সোনালি রূপালি কত না হীরক দ্যুতি
আলো করে ফুটে থাকে আঙিনা লুটি।
শুভ্র-শরতে শিউলির মৌতানে বন
আলোড়িত হয় যদি এই তনু মন!
আয়েসের জারুই তলায় কে যায়
সুখ গুলে খেতে গামলা চাড়ায়?