দুটি কৈফিয়ত:

* কবিরা গল্প লিখতে গেলে কি কবিতা হয়ে উঠে? একটা গল্প লিখতে চেয়েছিলাম - কবিতার মত লাগছে। তাই দশ পর্বে ভাগ করে এখানে দিচ্ছি।

* আসরে ইদানীং নতুন কবি এসেছেন অনেক। আমারও সময় কম অথচ নতুনদের উৎসাহিত করা উচিৎ। পাতায় যেটুকু সময় দিতে পারছি, আপাতত নতুনদের জন্য বরাদ্দ রাখছি, পুরনো বন্ধুদের কবিতা পড়লেও মন্তব্য দিচ্ছি না। তাই আপাতত আমার পাতার মন্তব্য বন্ধ রাখছি।
__________________________

বানভাসি হৃদয়ের কান্না-৪

এযুগেরই মেয়ে আমি,
যুগের হাওয়ার বৈরী তো ছিলাম না!
এযুগের মেয়েরা কী চায় জান তো?
মনের মানুষটি তার উপর নির্ভর করুক,
আস্থা বিশ্বাসে ভরসা রাখুক।
হয়তো আমিও তেমনই চাইতাম, তা কি দোষের ছিল?

কেন তুমি আমার উপর
একটু নির্ভর করবে না, ভরসা রাখবে না?
আর নির্ভর না করা মানে তো - একজাতীয় আস্থাহীনতা!
নয় কি?
কিন্তু তোমার সময় বাস্তবতা বুঝি
কোনদিনই আমাকে পড়তে পারেনি।
কী জানি, হয়তো আমিও নই কখনো!

তোমার আচরণ, কর্মকাণ্ড, সবজানা মনোভাব
আর অবলীলায় -
যেকোন কাজ নিজের মত করে ফেলার মত ব্যক্তিত্ব
তাই কখনো মোহমুগ্ধ করেনি আমাকে।
কষ্ট পেতাম,
কিন্তু ভাল না-লাগলেও প্রকাশ করতাম না কিছু।

তোমার কাছে এলে,
কেন জানি নিজেকে বড় নিস্প্রভ মনে হত।
তাই, দূরে দূরে থাকটাই শ্রেয় মনে হয়েছিল আমার।
কিন্তু এই দূরে থাকা যে
এভাবে তোমাকে আমার আঁচল মুক্ত করে ছিনিয়ে নিবে,
এত দূরে সরিয়ে নিয়ে যাবে তা কি জানতাম সেদিন?
সময়ের বিহ্বরে চলে যাওয়া সেইসব
দিনের কথা স্মরণ করে তাই আজও ব্যথাহত হই!