এত কাছে এসো না গো নিবিড় হয়ে
বসো না তো করতলে পিদিম জ্বেলে
আশার আলো ধরে বলো না কো
কথা কিছু সান্ত্বনা সুরে!
যা গেছে - তা দাও যেতে বাতাসের ভিড়ে
মুছিয়ো না আঁখিলোড় নয়নের কোণে!
নাঙ্গা-প্রদীপ জেনো আয়ু নেই বেশি
ঝরে যাবে প্রাণ তার হুতাশন লেগে!
সেই ভালো হতে দাও; নিয়তি যা চায়
শ্রান্তি মুছে কান্তি ফুটুক মাতম করে!
অশ্রুতে ধুয়ে বুক হয়ে যাক হালকা
নিমেষেই হয়ে যাবে শোক-তাপ হরা!
'হাসি আর কান্না; হৃদয়ের ফুল
চাষবাস করি যা পাই নির্ভুল'।
যা গেছে তা যাক চলে ডাকবে না পিছু-
খুঁজে নিক পথ তার, যেতে দাও ওরে।
লাল নীল রুপোলীতে ভুলিয়ো না দুঃখে
আশার আঁচড় কেটে জাগিয়ো না তারে
সুখ যদি পায় কিছু খুঁজে নিক তবে
রাতের আঁধার চেরা শিসকাটা বাতাসে!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৪০) কাব্যগ্রন্থে প্রকাশিত।