[গীতিকাব্য]

একটা হৃদয় পাইনি এমন
   যাকে মন দেওয়া যায়,
      মানুষ কি পেয়েছি এমন  
         যাকে ভালোবাসা যায়?

শত ভিড় ঠেলে পেয়েছিলেম
   যারে জীবনের তীরে
       সেও দেখি কাঁদিয়ে গেলো
            একা ফেলে মোরে!

একটা ঝিনুক এমন
  পেলাম না তো খুঁজে
    বুকে ধরি শুক্তি-বীজ
       ব্যথা-সুখে চোখ বুঁজে।

আহা, মুখে ধরি মধু-প্রেম
   অন্তরে কাদার প্রলেপ
      সুখের বাণীতে রাঙায় ভুবন
         বকে যায় অযথা প্রলাপ।

প্রিয়সাথীর হেলাফেলা
  প্রাণে হানে ব্যথা-শেল
    প্রেম-পরশ পেলে হৃদয়
         সুখে হয় উদ্বেল।