আসরের প্রিয় কবি যাদব চৌধুরীর "ঘর বদল" কবিতা পড়ে সৃষ্ট আমার এ ক্ষুদ্র প্রয়াস। সেই প্রিয় কবিকেই উৎসর্গ করলাম:
খড়ের গাদায় সুঁই!
খুঁজতে গিয়ে পেলাম নাকফুলের ঠাঁসা,
পেলাম আজন্ম কালের লালিত বাসনার শিখা -
নিবিড় চাওয়ার একটি ঘর, আশীর্বাদের বর।
সহমরণের আয়েসি চিতায় স্বামীত্বের গৌরব,
কুল-বংশের জাত্যাভিমান সবই তো ছিল
নীল রক্তের সগৌরব নিশানা, অথচ সবই আজ;
বিনোদ যাপনে অপনোদিত বিষাদের দ্বীপ।
কী বা পুরুষ কী নারী - ঘরের স্বপ্ন, বরের স্বপ্ন
সবাই দেখে। দেখেছিল কমলাও, দেখছিলেম আমি।
কেউ পায় বর কেউ বা স্বামী - স্বজন ও পরিজন
কেউ বাস্তুজীবি - গৃহস্বামী, কেউ ঘরহারা যাযাবর।
কেউ পায় ঘর, কেউ বা অনিকেতই পড়ে রয়।
শাপ নয়, চাই বর - নিশ্চিত আশ্বাসের বরাভয়।
যেই ঘরের স্বপ্ন, যেই বরের স্বপ্ন - কেউ দেখে না,
কেউ দেখতে চায় না। তবু সবারই জুটে যায়
সে ঘর সবারই হয়, সে বরও সবাই পায়
যার কখনোই ছিল না ঘর, সেই ঘর তারও হয়।
শাশ্বত সে আবাস, সেই বর - আগে কিংবা পরে
চিরন্তনী টানে সবাইকেই বরণ করে নিতে হয়।
----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-১০) প্রকাশিত