ভালোবাসা; চাই শুভ আশা – ঘনঘোর ভালোবাসা
হারাবার ভয় - চিরকাল ব্যাপী মনে জেগে রয়
জীবনে থাকে কতই দুরাশা - চিত্ত জয়ের আশা
মিথ্যাকে পায়ে দলে সত্যকে প্রাণে ধারণের জয়।

মন্ত্রণার চাঁদ হয়ে আমার আকাশে বাড়িয়েছ হাত
তবু ফিরিয়ে দিই না ভেবে অপঘাত, দেখি শোভা
প্রশ্রয়ে কাঁপে তোমার নিভু নিভু আলোক সম্পাত
বেতস পাতার গায় আছড়ে পড়া তৈলাক্ত আভা।

ছলাৎ ছলাৎ পিছলে পড়া চারুময় বিশ্বাসের ধূলি
অবোধ আচরে* আহত ভালোবাসা, কুরে-কুরে খায়
বুকের ভিতর উথলে ওঠে মিহি-ঢেউ আগল খুলি,
যতনে লালিত ভরসার প্রাকারবন্দি আমি অসহায়।

ভালোবাসা জেগে থাকুক,  হোক চির অক্ষয় শিখা
অনির্বান মশালের ন্যায়; মঙ্গল আলোয় শোভিত
প্রতীক হেন কনক প্রদীপ হৃদয়গাহে জ্বেলে রাখা
অসীমের মাঝে বিলীন সসীম; প্রত্যয়ে হোক শাশ্বত!

* 'আচরণে'র কাব্যরূপ।



🔯 কবিতাটি আমার সম্পাদিত "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১০) সংকলনে প্রকাশিত।