জাগ রে নবীন, চির যুবা
বিলিয়ে যা প্রাণের সেবা।
জোনাক আলো করব চয়ন
রঙ বাহারে জাগবে ভুবন।
নদীর জলেই লিখব গীতি
ছড়িয়ে দেব সাম্য প্রীতি।
গাইবে ফড়িং সুর বেহাগ
জরার চোখে ভেলকি লাগ।
নগ্ন বিষাদ ফুৎকারে বীণ
জাগরে যুবক চির-নবীন।
শঙ্খমালা চয়ন করে
কণ্ঠে তোমার নাও না ভরে।
দীঘল তনু আগল হলে
পথের দিশা আপনি মিলে।
সপ্ত সিন্ধুর ভাঙব বাঁধা
নয়’ক বিষাদ নয়’ত কাঁদা।
পূব সীমানায় সুর্য উঠে
রাতের তিমির যাবেই টুটে।
দূর্বাদলে আশার আলো
দূর করি চল্ সকল কালো।
জাগলে নবীন ঘুচবে বিষাদ
জগদ্দলের ভাঙবে প্রাসাদ,
জীর্ণতার সব অবসাদ
গাই নবীনের জিন্দাবাদ।
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৭৩) কাব্যগ্রন্থে প্রকাশিত।