অনামিকা দিবসের হাজার ভাবনায়
ফিরে এসো মনিকা মোহন দু’ডানায়
দু’টি চোখ ভাসা ভাসা কী জানি কি স্বপ্নে ঠাঁসা
ছুঁয়ে যাওয়া বেদনার প্রান্তরেখা...

মনিকা- কতদিন দেখি না তোমায়
কেমন আছো? শুনি না গিটারে তোমার গান!
মড়া অতীতের ভাঙা পাড়ে বাজে আজো
অজানা কোন ভাঙা বুকের কলতান।

লীলায়িত অঙ্গশোভায় নাচে অস্ফুট কথন
নীরব আঁখি-পল্লবে ফোটে কী গোপন ভাষা
অধর কম্পন সে কি মোনালিসা তৃষা
চাহনী সৌষ্ঠবে ঝরে শতাব্দীর বচন!

ভিঞ্চির মোনালিসা তুমি আমার মনিকা
জেগে আছি বহুকাল বুকে নিয়ে তৃষা।
আনমনা দিবসে গীটার ও মীড় হাতে
ফিরে এসো আজ তাই ভাবনার সীমানায়।

_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-১৫) প্রকাশিত