মেঘ মেদুরে হল্লা করি,
চলো না যাই সুখের পুরী
সেই সুদূরে ভাসিয়ে ডিঙা,
দুঃখের গাঙে দিয়ে আড়ি!
প্রস্ত কয়েক কাব্য জমিন
বৃষ্টি ভিজে হোক একাকার
তারই কিছু ঝাপটা লাগুক
আসুক প্রাণে নব জোয়ার।
বৃষ্টি ছোঁয়ায় বহেরা সুখ -
রিম-ঝিম-ঝিম দুষ্টু পরশ,
উঠলে ফুটি গোলাপ কলি
মন আবেশে হবেই বিবশ।
চিত্ত-বিধুর একফোঁটা সুখ
তার তরে ন'য় ছুটবে জীবন
মধুর ছোঁয়ায় ভরতে হৃদয়
রইবো ডুবে ক্ষণ-অনুক্ষণ।
যাক না ভেসে কালের ভেলা
প্রেম মোহনায় আমরা দু’জন
প্রাণ চনমন আহ্লাদী সাধ -
একতোলা সুখ দে না সুজন।
🔯 কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১৩) কাব্য সংকলনে প্রকাশিত।