কুয়াশার আলখেল্লা মোড়া কবিতা সন্ধ্যায়
যখন দাঁড়ালে পাশে এসে, আর আমি;
ছন্দ মাত্রা তাল লয় বোধনে কথনে...
উৎপ্রেক্ষা রূপকের হিসাব মিলাতে ব্যস্ত -
... সীমার সাগরে অসীম ভাবনার সন্তরণ!
দুজনার মাঝে বিরহী বাতাস -
রোয়া উঠা কথাকলির বেমানান সুর
না-বলা কথার অভিমান গুমরে কাঁদে,
বোধের দেয়াল চু'য়ে উদ্বায়ী আবেগের বাস্পকণা
পথ পায় না ব্যথা প্রকাশের।
আঁচলে পেঁচানো আঙুল ডগার অস্থির আন্দোলন
ইতিউঁতি কথার আভাস -
কিছু স্মৃতি বেদনার কিছু তার সুখ জাগানিয়া
ঘুরেফিরে ভাসে হৃদে, হাঁটে নাঙা পায়
মিলিয়ে নিই এসো আজ সরণি ক্রমের।
নীলঘন কুয়াশার নেকাবে লুকানো বেদনার ছবি,
দেখেছ কি তার মুখে ফোটা সূর্যোদয়ের আভা?
নিশির তিমির ছড়িয়ে প্রবালকে হাসতে দেখছ,
জোনাকের আলো ঢাকে কতটা সূর্যালোকের ছটা?
তারই নিঃসীম অধরে লুকাই, তিমিরে বেদনা ঢাকি!
আরো আছে; বিরহ যন্ত্রণার শেষ অবশেষ -
নীড়হারা পাখির সন্ত্রস্ত ডানার আন্দোলন
আশ্রয়হীন এক বিভীষিকা প্রহর...
ঘষে ঘষে কাল ক্ষয় যাপনের ত্রিসীমায়
একা জাগা অনিকেত; ঘরহারা যাযাবর!