এ যাত্রার হলে অবসান
পাথর চোখে দেখব চেয়ে সবই অর্থহীন।
হিমায়িত বেলাখানি যত্নের ফসল আমার
অনাদরে যায় ভেসে
অনাদির সীমান্ত ছুঁয়ে।
সময়ের গর্ভ উজার করে
দিনান্তে এঁকেছি বাসনার কলা।
আহ্নিক পরিক্রমায়; দিবারাত্রির ইতি হলে
সকাল নামে, সন্ধ্যা গড়ায়
দীপ্ত চেতনার বালিয়াড়ি ফুঁড়ে।
স্বপ্ন বাখারী ভাঙে, তাল কেটে যায়
দিবসের সন্তরণে; ফুরায় সব লেনাদেনা,
শিহরিত অঙ্গিকার, সমূহ আকর।
স্মৃতির বিস্মরণে ধূপ্-শিখা মুছে যায়
গৌরবে সমুজ্জ্বল সুরভির আভা।
ঈশান কোণের এলোকেশী ঝড়
এসেছিলো কাল অবেলার মেঠোপথে
ক্ষীপ্র প্রহরের শার্র্সি ঝাঁকাতে।
কোন ঘা'তে হারালো প্রাণের স্পন্দনখানি
চকিত আলোর ঝলসানো দ্যুতির সাথে।
- - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-২০) কাব্যগ্রন্থে প্রকাশিত।