লঙ্কার বনে রাবণ রাজা
ঘটছে কি ভাই সব!
রাজ্য জুড়ে তুমুল লড়াই -
ভাগাভাগির হট্ট-কলরব।
হনু'র দাবী বন কিনেছে স্বামী
সুগ্রীব বলে কিনেছে তার বাপ
ফাঁকে বসে পিঁপড়া দেখে
দুলটোই কেমন চরম বেয়াদপ।
শেয়াল মামার হুক্কাহুয়া
ক্ষণে ক্ষণে ফোটে
কোলে বসেও বারে বারে
তড়-বড়িয়ে উঠে।
কখনো যায় হনু'র কাছে
ভাগের কলা খেতে
সুগ্রীবেরও পিছ ছাড়ে না
আপনা পিঠ বাঁচাতে।
পিঁপড়ার তরে মায়া কান্নায়
নেই পিছিয়ে কেউ
বাঁকা নদী পার হলেই যে
পিঁপড়ারা হয় ফেউ।
বনের দখল রাখতে হনু’র
নেইকো কোন ত্রুটি
সুগ্রীব তবু পিছ ছাড়ে না
ধরতে টিপে হনু’র টুঁটি।
এই না লড়াই চলছে যত
পিঁপড়া বিনাশ পিষে
সুগ্রীব হনু’র নাটক দেখে
হারায় সবাই দিশে।
এমন লড়াই চলছে নিতুই
পিঁপড়ার দোহাই দিয়ে
তারাই দেখি ফাঁসলে ফাঁদে
দুনো দোঁহার প্রিয়ে।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৫৮) কাব্যগ্রন্থে প্রকাশিত।