ঘুমঘোরে মনচোর জেগেছিলো আভাসে
বোঁটা ছিঁড়ে হিয়া নিলো নিভৃত বিলাসে
মনোভুলে ফেলে গেলো কুসুম-মালাখানি
তঞ্চ-বৃত্তির ইতিকথা হলো জানাজানি।
সোনাগলা প্রভাতে যে কাজল পরিয়েছে চোখে
যোজন পথ দিয়ে পাড়ি মুছেনি তা কোন শোকে
এমনি মায়াবী ছিল সেই সে কাজল ছোঁয়া
ঝড়ে-জলেও আশিসটি তার যায়নি খোয়া।
জলজ দহন-জ্বালায় জ্বলছে অহোরাত্রি
শূন্যতা নিয়ে বুকে অসীমের অভিযাত্রী
চিত্ত হরণে নৃত ওই রাঙা চরণ দু'টি
শুষে নেয় অবশেষে সুখের মরণ লুটি।
বসন্তের ঝরা ফুল অশান্ত বেদনায় নীল
স্বপ্নহীন আঁখিকোণ হয় না তারা ঝিলমিল।
লুটোপুটি ঝরা পাতায় কাঁদে বাসন্তি পবন
দহনের ভাঁপে উড়ে দুঃখের বাষ্পীভবন।
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-১৭) কাব্য সংকলনে প্রকাশিত।