সোমত্ত যাতনার পদভারে কাঁপে দলিত আকাশ
কুসুমের ছোঁয়া বুকে তবু
পেলব পাপড়ি পারে না দিতে ননীর পরশ
অলক হৃদয় রাত উন্মুখিত অধীর কামনায়
পড়ে না ঝরে রবাহুত ঈশ্বরের কোনও বরাভয়
বুকে জমে শুধু ত্রাস।
যে বেদনা জমে রয়, যায় না উড়ে
হয় না বাষ্পীভূত, না ঘুচে অন্ধকার
তিমির সাক্ষী হয়ে লিখে রাখে চেনা ইতিহাস
পাষাণেরে বুকে টেনে ছাড়ে সে দীর্ঘশ্বাস।
পাষাণের পলক নেই, তবু ঝরে অশ্রুবারী
জলে টলমল ভরে তোলে নিয়তির সরোবর।
স্নিগ্ধ অমল সুরভিত কলি
রাত যেন আলেয়ার অহমিকা ফুল
তমিস্রা চাদরে ঢাকা বিলাসী আকাশ
নিঃশব্দে নীরবে দেয় পাড়ি আঁধার বলয়
ধরিত্রীর মায়া ত্যাজি কৃষ্ণ মহাকাশে।
-----------------------------------------
কবিতাটি আসরের প্রিয় আলোচক -
প্রিয় কবি যাদব চৌধুরী মহোদয়কে উৎসর্গীত।