তুমি যে আমার স্বপনে ধরা
বাসনা বিলাস, দখিনা পবন
মরমে রক্ত ঝরে মানেনা বারণ
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।
স্বপন ভেলায় ভেসে এঁকেছিলে ছবি
দিবস আলোয় এসে মুছে গেছে সবি
স্মৃতি হয়ে জাগে তবু কিছু প্রিয় সুখ
হৃদয়ে শ্রাবণ, বল আমারি কারণ, ওগো দখিনা পবন।
স্বপন ছোঁয়ায় যারে পারিনি কো ছুঁতে
হৃদয় সঁপেছি জানি কোন অলখে,
স্মৃতির দুয়ারে সবই বাসনা বিলাস -
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।
শ্রাবণ ধারায় যদি ভেসে গেল সুখ
পারেনি মিলাতে তবু দু'টি কালো চোখ
জেগে আছে আজো দেখি ওই প্রিয় মুখ
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।
তুমি যে আমার স্বপনে ধরা
বাসনা বিলাস, দখিনা পবন
মরমে রক্ত ঝরে মানেনা বারণ
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।