অনেকগুলো রাত, অনেকগুলো দিন পিছলে গেছে
শ্যাওলা দেয়ালের পিচ্চিল সীমানা প্রাচীর খসে
তবু পাঁচতারা দেয়ালের গায় ঠকমকি ঝাঁকিয়ে
দিবসের আয়ু বাড়াতে যাইনি আর।
কী হবে ব্যর্থ সময়কে টেনে প্রলম্বিত করে?

প্রেম নামে গেঁথেছিলেম এক অনন্ত বিলাসী কাব্য -
এ রাস্তার শেষ বলে কিছু নেই বুঝি,
তবু ঘুরি মরীচিকা নেশায়; যদি পথ খুঁজে পাওয়া যায়!
ফুল কাঁটা দল পাপড়ি সাজাই থরে-বিথরে
আবার ভাঙি অভিমানের আবির রাঙিয়ে...
তবু পাট চুকে না, রেখাগুলো মুছে না...

প্রেম - সে তো এক হীরের ছুরি;
তাইতে কেটে যাই হৃদয়ের স্বপ্নছবি
স্মৃতির নস্টালজিয়ায় কখনো হাসায় প্রেম
কখনো কাঁদায়, কষ্ট-ঝড়ে তছনছ করে বুক
কখনো নটিনী আবার সুখের প্লাবনে ভাসায়...

নিস্তরঙ্গ যাপনের খুচরো সব কোলাহলে
চিত্ত সুখের পরমায়ু গোনা,
বধির বিবেকের দিশাহীন প্রেষণায়
নন্দিত বন্দনা আর দিনলিপির গ্রন্থনা -
সবই পরমেশ্বরের ইচ্ছার শিখাকে উস্কে দেয়া ইন্ধন।

চৈতন্যের ঝর্নাধারা -
ছন্দায়িত না-হয় যদি আপন সুষমায়
কে তারে সাজায়, কে-ই বা গড়ে
নামান্ত তিলকের অরূপ বন্দনায়?
দিন তো কেটেই যায় আনমনে ইশারায়
তবু কি সময় তার গতি বদলায়?

----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-০৯) প্রকাশিত