জনাব মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) রচিত "সুখে থেকো প্রিয়জন" কবিতাটি পড়ে তাৎক্ষণিক অভিব্যক্তির প্রকাশ এই কবিতাখানি প্রিয় কবিকেই উৎসর্গ করলাম।
------------------------------------------

ধূসর গোধূলি ক্ষণে কত কথা আসে মনে
কত ভাষা উঠে ভেসে
লুকোনো হৃদয়ের পলে পলে।
না-বলা কথা যায় না হারিয়ে,
বিস্মৃতির ধূলিতে মলিন তবুও
জেগে থাকে স্মৃতির আদলে।

বেদন ভরা হৃদয় ক্ষরা
রিক্ত মনের দুঃখ গাথা
মান না পেয়ে অভিমানে ঝরে।
কেউ বোঝে না কারো ব্যথা
কোন অভিঘাত কোমল হৃদে
কেমন আঘাত করে।

ব্যথার নদী কেমন করে
উথলে উঠে পাহাড় ফুঁড়ে
কেউ দেখে না কেউ দেখে না।
রিক্ত মনের ভগ্ন দুয়ার
কেমন করে আগল আঁটে
কেউ বোঝে না কেউ বোঝে না।