কিছু কথা মানতে কারো প্রাণ নাহি সরে
কিছু কথায় বাড়াবাড়ির গন্ধ খুঁজে মরে।
প্রেম নামে দেখি কোথাও অভিনয় বাহার
প্রেমের পরশেতে নেচে-গেয়ে হই জারজার।

খোদা-প্রেম সন্তান-প্রীতি প্রণতি-প্রণয় সব
ভাই-বোন মাতা-পিতা বন্ধুত্বের কলরব।
নীতির বিমল চাদর সরে গেলে দেখি একি!
স্বার্থের ধূলোয় ঢাকা পড়ে সবই যেন মেকি!

প্রিয়ার মুখে কটুকথাও একদা যে লাগতো মধুর
প্রেমের আঠা জলো হলে মধুবাণীও বেদনা বিধুর।
মোহময় প্রেমক্ষণে তনুবাসে মিলে ফরাসি সৌরভ
কালে-ফেরে ঘামের গন্ধ হয়ে উঠে দুর্গন্ধে সরব।

সন্তানে মাতা-পিতার ভালবাসার নেই কোন তুল
মাতা-পিতা কালে-ফেরে হয় সে সন্তানের চক্ষুশুল!
ততদিন সন্তান মাতা-পিতায় দিতে পারে অপত্য-সুখ
হেসে-খেলে যতদিন চড়তে পারে সে মা-বাবার বুক।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।