ভাই বল বন্ধু বল ঘিরে আছে প্রিয়তম বেশে
বলে কথা পাশে বসে দে’খ যারা সুমধুর হেসে
আসল নয় - জে’ন সব; আছে কিছু কৃত্রিম
বিভূষণ ঝরে গেলে রক্ত দে’খ হয়ে যায় হিম।

শা’জাহান গড়েছে মহল প্রিয়তমে ভালবেসে
খাঁটি ছি’ল প্রেম তার কতটা ঐশ্বর্য বিলাসে
আড়ালের সে ইতিহাস হয় নি তো লিখিত
রাত দুপুরে শুনি এ কি; ছি’ল যা গুণ্ঠিত।

মমতাজ ছি’ল নাকি সপ্তবিবির চতুর্থ নারী
অধিকারে নিতে হয় তাজে’র স্বামীকে মারি!
ঝলসানো অতীত একি! ব্যথাতুর কল-গীতে
‘তাজ নাকি মরে বাঁচে চতুর্দশের জন্ম দিতে!

প্রেমের মদিরা পানে ভালবেসে যারে দিলে প্রাণ
সময়ের করাল গ্রাস সে আলো করে দেয় ম্লান।
অতঃপর, আঁচলে বাঁধিয়া জল বহে নদী ছলছল
দুঃখ-মদিরা পানে রোষে গড়া বিষাদের পদতল।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫৩) কাব্যগ্রন্থে প্রকাশিত।