যত ব’ল প্রেম আর যত ভালবাসা
প্রেম কই ধরাধামে দেখি শুধু তৃষা!
কিছু আছে মোহ তার কিছু যেন মায়া
ক্ষণেজাগা মোহ-রাগে ভাসে আলোছায়া।

আমি যারে বাসি ভাল সেও বাসে তাই
প্রেম-সুধা মাধুরিমার শুমার তো নাই।
তারে তুমি ভালবাস সে তোমার প্রয়োজন
দু’টি দেহ লীন হতে কত কী না আয়োজন।

নিরাপদ বাসা চাই ভালবাসা তরে
স্বপ্ন তো বোনা চাই সুখী পরিবারে
সন্তান আসে কোলে স্বর্গের পরিজাত
সোহাগের ফুলকলি প্রণয়ের উপজাত।

শুক্তি চিরে মুক্তো খোঁজা প্রেমের তরে ঘর
স্বার্থাঘাতেই প্রাণের দোসর হয়ে উঠে পর
তৃপ্ত হৃদয় ফুলের সুবাস সুখের নিবাস
হৃদয়জুড়ে বয় না তখন কোন দীর্ঘশ্বাস।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫২) কাব্যগ্রন্থে প্রকাশিত।