লোকালয় হতে খুঁজেছি যারে অসীম নভে
ঘর হতে মাঠ প্রান্তর-বাট চষে চষে হই সারা
পাইনি তো দেখা তবু, কত আর দূরে রবে
নিত্য-মিলনে ডেকে ক’র কী গোপন ইশারা!
কায়া রূপে তার যত ছায়া দেখতে চেয়েছি
দিগন্ত ছাড়িয়ে দুবাহু বাড়িয়ে মন ছুটে গিয়েছে
পাইনি কোথাও অমোঘ তারে যত আমি খুঁজেছি
ভাবি নাই সে যে; ছায়া হয়ে আছে পিছে পিছে।
খুঁজে ফিরেছি যারে, সে তো সর্বত্র বিরাজে
কমলে ও করে শত বর্ণে আছে মিশে নিরন্তর
কে গো সে? সবাকার মাঝে নিরাকার সাজে
আবাস কার জড়িয়ে আছে আমার এই অন্তর?
নিভৃতে যে হৃদয়ের কোণে দমে দমে প্রতিক্ষণে
আমার এ অণুতে, কণাতেই যদি তার বাস হয়
পলে দণ্ডে আছে মিশে তবু নিতে পারিনি চিনে
কেন খুঁজি দূরে, এ দেহ কি নয় তারই দেবালয়?
🔯 কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১১) কাব্য সংকলনে প্রকাশিত।