ইজিয়ান সাগরের গ্রীক উপকূলে সলীল-সমাধি-প্রাপ্ত সিরিয়ার উদ্বাস্তু শিশু আয়লান কুর্দির নির্বাক প্রতিবাদ আজ গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ভেসে যাওয়া মানবতার ‘অমানবিক সমুদ্রে’ ভাসতে ভাসতে যেন সভ্যতার বলি - এক লাঞ্ছিতের লাশ এসে ভিড়েছিল তুরস্কের বোদরাম সৈকতে। তুর্কি নারী-ফটোগ্রাফার নিলুফার দেমির-এর ক্যামেরায় তোলা সেই বিষাদের ছবি প্রচারমাধ্যমে দেখেছে বিশ্বজনে। যে ব্রিটিশ পত্রিকা ‘সান’ আগের দিন “উদ্বাস্তু ঠেকাও” বলে সিরীয় উদ্বাস্তুদের প্রতি বিদ্বেষমূলক শিরোনাম করেছিল তারাই পরদিন তুরস্কের বোদরাম সৈকতে পড়ে থাকা আয়লানের ছবি ফলাও করে ছাপে। সেই ছবিতে তথাকথিত সভ্যতার প্রতি আয়লানের ‘পাদুকা প্রদর্শন’ বিশ্বমানবতার ঘুম ভাঙিয়ে দিয়েছে; বিশ্বনেতাদের দাঁড় করিয়েছে দায়িত্বহীনতার কাঠগড়ায়। তাই তারা আজ নড়েচড়ে বসেছেন। মধ্যপ্রাচ্যের ভয়াবহ দোজখ থেকে ভেসে আসা উদ্বাস্তুদের আশ্রয়ের জন্যে একে একে তারা এগিয়ে আসছেন। জীবন দিয়ে আয়লান সকলের পরিত্রাণের পথ খুলে গিয়েছে। আয়লান আজ হয়ে উঠেছে এক মহানায়ক! তাকে নিয়েই এই কবিতার আয়োজন।
----------------------------------------------------------------
ইজিয়ান সাগরের গ্রীক উপকূলে উদ্বাস্তু জীবনের ঘটিয়ে ইতি
তুরস্কের বোদরাম সৈকতে ভেসে এলে দেবশিশু হয়ে
সকরুণ বিষাদের ছবি - দেখেছে সকল বিশ্বজনে;
পায়ে ছিল জুতোজোড়ো হাতে মহাবাণী লাল জামা গায়,
গোলাপি কোমল আদুরে গালটি পেতে নির্ভয়ে শুয়েছিলে
মাতৃস্নেহের আবেশ জড়ানো বালুকার শীতল বিছানায়!
দিয়ে নিজ ক্ষুদ্রপ্রাণ নিষ্কন্টক করেছ সকলের পরিত্রাণ
পেয়েছ আজ বিশ্বখ্যাতি তুলেছ গড়ে ভ্রাতৃত্বের প্রীতি
বিজাতীয়কুলে উদ্বাস্তুরা পাচ্ছে এখন সসম্মানে ঠাঁই
তোমাদের দুঃখ আগে যারা কানেই তোলে নাই
কুর্দি তুমি নও শুধু মহিয়ান; মহানায়ক, মহাপ্রাণ,
তিন বছরের পুতুল-মানব – আয়লান, হে আয়লান।
বিশ্বজয়ী দেবশিশু সলীলে বিলিয়ে প্রাণ তুমি কুর্দি,
ফেলেছ ছিঁড়ে আজ মেকি সভ্যতার পিচ্ছিল সব উর্দি।
তোমার জুতোর তলা; বরাবর ছিল ফণা তোলা
সভ্যতার মুখ ‘পরে করতে সমুচিত চপেটাঘাত
মুখোশধারী যুদ্ধবাজ-রাজনীতির নৃশংসতার জবাব
ঘৃণার পাদুকা প্রদর্শন, বদলে দিয়েছ তাদের দর্শন।
লাখো উদ্বাস্তু পায় না যখন প্রাণ বাঁচাবার ঠাঁই
সবার বিহিত করলে তুমি বিলিয়ে আপন প্রাণ
বিশ্বজয়ী আলেকজান্ডারও নয় আজ তোমার সমান
উদ্বাস্তু জীবনে পাও নি যেথা ঠাঁই, কী অবলীলায়
বিশ্বকে করেছ মোহাবিষ্ট তুমি, খুলে গেছে সব দুয়ার
উদ্বাস্তু করতে বরণ আজ; কতদেশ মহাপ্রাণ হয়েছে উদার।
আয়লান কুর্দি, হে আয়লান
দেবশিশু আজ তুমি হয়ে আছ মহিয়ান।
🔯 কবিতাটি আমার সম্পাদিত "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১১) সংকলনে প্রকাশিত।