কৃষ্ণ গহ্বরের নিঃসীম অন্ধকারে
এগিয়ে চলেছে পথ
সুপারসনিক ঘূর্ণাবর্তে নেই দিশা,
নেই আলো কিংবা পরিত্রাণের আশা;
কেবলই এগিয়ে যাওয়া -
চক্রবূহ্যের এই গোলকধাঁধার নেই ক্রম কাল।
বিরহ যন্ত্রণার শেষ অবশেষ -
গোধূলির রঙ ছড়ায় বিষাদ কালিমায়।
নীড়হারা পাখির সন্ত্রস্ত ডানায় আন্দোলিত
ত্রাসের বিভাবরী ধীরে ধীরে গ্রাস করে
আশ্রয়হীন সকল বিভীষিকা প্রহর...
একা জাগে অনিকেত - ঘরহারা যাযাবর!
ছায়াটি দেখেছি আমি কায়া দেখিনি।
বিলাসিত বাসনার নিকষিত সুধা
আকণ্ঠ করেছি পান অমৃত লভে।
তবু আমার মরমে লাগে না ঘা
করি বৃথা উল্লাস শুধুই বিবস্ত্র ক্রন্দনে
দেশ বিকোই, স্বপ্ন রচি বরেণ্য হবার।