বৃষ্টিকণার ঝড় দাপটে
হলাম এলোমেলো
দৃষ্টি ধোয়া বৃষ্টিবিলাস!
এ মন ব্যাকুল হলো!
আজগুবি ভাবনারা
ডানা মেলে আকাশে
উড়ে যায় যাক না
বিদারণ পরশে!
মধুর মুরলী বাজে
কত শত ঢঙে
পবনে ফুটে সুর
আখা* জ্বলে অঙ্গে।
ভেবে রাখা কত কথা,
না-গাওয়া কত গান
বলে যাই হেসে খেলে
মেলে ধরি নিজ প্রাণ।
যা ছিল আমার বলার
সবই তো হয়েছে বলা
অপার মুগ্ধতায় হেরি
কাব্যভূমির চিত্রকলা!
পথ ভুলে অবেলায়
বিষাদিত আঙিনায়
হৃদয়তন্ত্রীতে আজো
কারা ধুয়ো তুলে গায়?
----------------------------------
* আখা = উনুন/আগুন