বুভুক্ষু জন, করে অন্বেষণ -
কেউ রুটি, কেউ গিনি
যাচে কেউ জ্ঞানের বহর
কেউ খায় দুধভাত
করে কেউ উপবাস;
ক্ষুধায় কান্দে পেট অষ্ট-প্রহর।
যার হাত হররোজ
দুধে ভাতে থাকে
বুঝবে কী হাভাতের ব্যথা?
চোখে যার আলো নেই
ফাঁকা মাঠ ট্যাক যার;
পারে না সইতে জ্ঞান-কথা।
দুচোখ ভুবন পরে
দেখছে কী চিত্তির খেলা -
অভাবের রংধনু কেমন ফোটে!
বুভুক্ষু কেন ধায় অন্ধ বেগে?
তেতো ঝাঁজও গিলে খায়;
কষ্টের হাসিটি ধরে সে ঠোঁটে।
- - - - - - - - - - - - - - - - - - -
★ আসরের কবি নূরুল ইসলাম রচিত “বুভুক্ষু মনে” পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা।
★ কবিতাটি আমার সম্পাদিত 'কাব্য কৌমুদী' (পৃষ্ঠা-০৯) ২০১৬, সংকলনে প্রকাশিত।