সুখী হওয়া খুব জরুরি ভাই,
অনেক অনেক সুখ চাই
বাড়ি গাড়ি টাকা চাই,
নাম যশ ও নারী চাই।
শত চাওয়ার একটু পাওয়া –
নিজের মত সুখী হওয়া
অনেক কঠিন সুখী করায়
তারো বেশি সুখী হওয়ায়।
স্বার্থলোভ আর সম্পদ তৃষা
বাঁকা পথের সে জটিল নেশা
অহোরাত ছাড়ে না পিছু
মিলেছে যা; নয় - আপন কিছু।
আপন করে পাইনি তো ভাই
যা পেতে মন ঘুরেছে নিতুই
পাইনি প্রিয়জন কোন সপ্তসিন্ধু ঢুঁড়ে,
ক্ষুদ্র গোস্পদে কিংবা হৃদয়পুরে।
সবশেষে খুঁজে পাই বাসনার ইতিকথা
প্রাপ্তিতে আছে যা; গ্লানিরই দুঃখগাথা
সংবেদী মধুপের হুল ফোটা বেদনায়
বৃথাই মধু খোঁজা সুতীব্র সে জ্বালায়।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৮০) কাব্যগ্রন্থে প্রকাশিত।