বসন্তের বারতা শুনি কানে কানে হাসে
ফুল পাখি পালাগান বাতাসেতে ভাসে।
মৌরি ফুলের গন্ধে মধুর প্রকৃতি ভুবন
সুখের পরশে নেচে উঠে আজ তনু মন।
শ্যামলে সবুজে অপরূপ, দৃষ্টিনন্দন
সেজেছে প্রকৃতি নিটোল নারীর মতন!
ফুল পাখি কিশলয় দেখ প্রতিটি গাছে
বন মর্মরে যেন সুখের হাওয়া লেগেছে।
হিমেল বাতাস, ফুলের প্রতুল সমারোহ
লতায়-পাতায় বসন্ত বায় বইছে অহরহ।
প্রকৃতির আঙ্গিনায় কাকের অপত্য স্নেহ
গায় মাখছে প্রজন্মের কোকিলা বিরহ।
কালান্তরে বেঁচে থাক প্রীতি ভালোবাসা
হিংসার মাঝেও থাক - কিছু শুভ আশা।
কোকিলের কুহুতানে মুখরিত বসন্ত বাতাস
আমোদিত সৌরভে রমণীয় মধুর প্রতিভাস।
তাই না বসন্ত আসে সুমেরীয় ভুবনে
ফুল ফোটে পাখি গায় নন্দন কাননে
বসন্ত আজ খুলেছে দ্বার দখিন মলয়ে
রাধাচূড়াও হাসছে যেন ভুবনে নিলয়ে।