শরৎ বাবু, বলেছিলে তুমি -
‘বড় প্রেম যে গো; টানে না কাছে,
কেবলই তা ঠেলে দূরে’!
মূল্য দিয়ে বোঝা না-কি আবেগ মূলে ঠাঁসা
সে বিবাদের মিমাংশাও কি ছিল তোমার দায়?
কী হবে আর ভেবে লাভ লোকসান
বিস্মৃতির আঙিনা যতই ফাঁকা হয়ে যাক;
প্রেম থাক প্রেমিকের মনেই, তাকে টেনো না আলোয়।
বাতাবী লেবুর মুকুল ধুয়ে গেলে
অমাবস্যার অন্ধকার ফুঁড়ে
জেগে উঠবে কবিতার আকাশ।
ভ্রান্ত বিলাসে যে শেয়াল আঁকে
মুরগীর ছবি ক্ষুধার দেয়াল জুড়ে, খায় চেটেপুটে!
লাভ কি বল শেয়ালকে দোষ দিয়ে?
ভেজা শরীর শুকোবার আগেই ভিজতে বলো না আর
আষাঢ়ে বৃষ্টিতে যদি দু’এক ফোঁটা কবিতা ঝরে
ক্ষতি কি? ঝরুক না তমালের ডালে,
চাতক ঠোঁটে কিংবা এঁদো-ডোবার কলমি ডাটায়
ঝুরঝুরে কাব্যকণা – আহা, ইলশেগুড়ি...
কী দারুণ! কী দারুণ ভাবতে!!