বন্ধুরা,
শুভেচ্ছা নিন। সাইটটি পড়ে ভাল লাগল। আজই নিবন্ধিত হলাম। আপনাদের সাথে থাকব বলে যেন-তেন একটা লিখা দিয়ে শুরু করছি। উল্লেখ্য; লেখাটার প্রথম দুই স্তবক ধার করা বাকিটুকু নিজের সংযোজন -
বন্ধু মানে সকাল বেলা
বন্ধু মানে সাঁঝ
বন্ধু মানে মনের কথা
বলতে কিসের লাজ!!
বন্ধু মানে ফাঁকা মাঠে
একটুখানি হাওয়া
বন্ধু মানে এই জীবনে
অ নে ক খানি পাওয়া!!
+ + + + + + + + +
বন্ধু হওয়া সহজ যেমন
তেমনি কঠিন কর্ম
জাত ভেদা-ভেদ উঁচু-নিচু
বাধ সাধে না ধর্ম!!
বন্ধু মানেই ফাগুন হাওয়া
ফুল ফোটানো রাত
বন্ধু বলেই সুখে-দুঃখে
বাড়িয়ে দেওয়া হাত!!
বন্ধু হলে বন্ধুর পথেও
নির্ভয়ে পথ চলা
বন্ধু বলেই কঠিন কথাও
সহজে যায় বলা!!