প্রশান্তির সুচারু ছায়াপথে অন্তরেখার পলাতক বিভা
ছড়াক-না তাপসের তাপ, নেই ক্ষতি নেই মনস্তাপ।
বলয়ভেদি চেতনারে ইন্ধন করে
আজন্ম কালের তরে হারিয়ে যাবো।

অন্তহীন কসরতের এই জীবন-পাত জানি;
বেহুদা কুশিশ, হারাবোই একদিন শেষ ঠিকানায়
কারো ভালে ছাই-ঢিবি, কারো বা সাড়ে-তিন হাত
তবু কী-না ধৈর্য ধরে সব রেখা করে দিই কাত!

হাঁটি তো নিষেধের কাছাকাছি, নয়তো অন্তরেখায়
বুঝি না অচেনা স্রোত কী করে যে সময় বদলায়
মাঝে মাঝে বোধ জাগে; কবে হবো আমিও মানুষ
আমাতেও করবে বাস মান আর হুঁশ!

নিভু নিভু ক্রোধের আগুন - পুড়ে যাক ধূপ
মিটিমিটি জ্বলুক না তা, থাকবো নিশ্চুপ!

_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-১৩) প্রকাশিত