উত্তাপহীন সময়ালিঙ্গনে এক বিরহী বায়স
মধ্য যামের স্নানে শুদ্ধ - আরাধ্য তাপস
অবোধ স্বপ্নের ঘোড়া পথ ভুলে,
খাবি খায় বারে বারে হিমতিথি দলে;
নির্জনতার চারুতিথি অন্তিমে লুকায়।
শূন্যতার প্রান্তমূলেও প্রবিষ্ট সুখকুম্ভ এক
অবিরত ছিল তায় প্রশান্তিকার নির্ঝর ধারা
জীবনটা ছিল না শূন্য শুধুই, বেদনা বিধুর;
প্রীতি ঝরা সুখ সাজে ছিল মধুময়
পুষ্পরাগে ছিল গাঁথা আরো কিছু সুর।
শেষ হলে সুষুপ্তির নিদ আলাপন
পাঁচতারা দিবসের খ্যাতির বালিশ
থাক তোলা ওই স্মৃতির কুলঙ্গিতেই
দেখবে না আর, তাকাবে না ফিরে
অপ্রাপ্তির রূপ-রস কী হারানো পরিমল।
ইতিহাসের পথ ধরে এগিয়ে তো যাক তবে
সচকিত যেই জন, সেই সে জাতিস্মর -
তার ভুল কম হবে, মিমাংশার কলাকার
সংগোপনে ও নীরবে আঁধার কুটিরে
আলো ফেলে দেখবে সত্য যা - স্থির অবিনশ্বর।