আমি যে এক বেভোল কবি
কাব্য-কলাই আমার হবি
চাপলে খেয়াল আঁকি ছবি
চাই না হতে কাব্য রবি।
দূর আকাশের তারার জ্যোতি
কণ্ঠে ধরি প্রেমের দ্যুতি
নাম সুনামের ধার না-ধারি
ভাব এলে যাই কাব্য গড়ি।
রিক্ত উদাস নিঃস্ব বাউল
মাথা ভরা কোঁকড়ানো চুল
বুঝি না তাই আপন কি পর
সবখানেতেই আছে মোর ঘর।
জন্মেছি তো মাটির দেশেই
কবিতাকে ভালোবেসেই
হবো ধনী সাধ সাধনে
নয়কো কড়ি, কাব্য ধনে!
ছন্দ সুরে কথা বাঁধি
সবার ব্যথায় আমি কাঁদি
ভুবন ডুরে পেলাম কী সুখ!
তাইতো আমার নেই কোন দুঃখ।
খুঁজে পেতাম যদি এমন
সৃষ্টিশীল এক কবিতা মন
সফল হতো সকল সাধন
ধন্য হতো পোড়া জীবন।