ওরে দেখ ভেবে তুই মন
আপন চে’ কি পর ভাল তোর
পরের চেয়েও বন?
একবার দেখ ভেবে তুই মন।
তুই, জীবন জুড়ে রইলি পড়ে নিঃস্ব একেলা
ভালোবেসেই গেলি কেবল পেয়ে শত হেলা।
পাসনি জবাব, নেই রে সাথী, মনের মত মন
আপন ঘরও ঘর হলো কি ঠাঁই হলো তোর বন!
দুঃখে যাদের নিত্য কেঁদে ভাসাইতি বুক
তারাই তোকে দূরে ঠেলে ফিরায়েছে মুখ।
নিত্য যাদের বাসতি ভালো আপন করে নিতে
তারাই শেষে পর হল তোর প্রীতের বিপরীতে।
মুক্ত জগৎ ঘরখানা তোর ব্যথায় ঝলোমল
নেই রে চালা নেই তো ছায়া ঝালর সুনির্মল।
আপন কেমন পর হল দেখ পর কি হয় আপন?
নয়ন মুদে দেখ না ভেবে রইল কে স্বজন?
যাদের দুঃখে হতিস দুঃখী যাদের সুখে সুখী
তারাই তোকে আদর করে বানায় বিবাগী।
নিত্য চাওয়ার নিত্য আশা ফুরোলো যখন
জীবন নদীর পাড়ে বসে ভাবনা কর এখন।
নিজের সাথেই করেছিস তুই কেমন প্রতারণা
দিনের শেষে দেখতে পাবি ব্যথার প্রবঞ্চনা!
হায়, সন্ধ্যাতারার সান্ধ্য প্রদীপ যার জীবনে নেই
নেই কো আশা, নেই কোন সুখ ভালবাসার ঠাঁই।
ব্যথার কাজল শূন্য বুকে এঁকে যায় রে ছবি
হৃদয় ছেনে লাল যে ব্যথা; সাজায় ভৈরবী।
জোনাক আলো জ্বলে ঘষে ব্যথার কলমে
ব্যথা কিছু জমা হলেই তুলিস নিলামে।