বেদনার রঙ নীল
আবার ভালবাসার রঙও নীল
বেদনা কি ভালবাসা
না ভালবাসাই বেদনা?
ভালবাসলে বেদনা মিলে,
বেদনায় কি তবে ভালবাসাও মিলে?
যে নীলে বিষ ধরে
তা কি মৃত্যুর না অমরত্বের?
মহাকাশ আর সাগরের গভীর বুকে
যে নীলের এত গভীরতা
তা কি বেদনার না ভালবাসার?
আকাশের কালো গর্ভ উজার করা যত নীল
তা কি শূন্যতার না উদারতার?
উদারতা তবে শূন্যতা না ভালবাসা?
শূন্যতা:
প্রকারান্তরে নিঃস্বতাও বটে
তাই বুঝি; ভাল বেসে বেসেই
নিঃস্ব হতে হয়?
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'স্বপ্ন কাজল' (পৃষ্ঠা-১৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।