বাসনা যে বার বারে কি’বা পেতে চায়
জানে না সে দামি কী যে সাধ-সাধনায়?
দিন যায় হেলে-ফেলে রাত আসে ধীরে
চাওয়া-পাওয়ার স্বপ্নরা আসে ঘুরে ফিরে!
ফ্রিজ-গাড়ি-টিভি চাই, জোত জমি যাহা পাই
নিরাশার মাঝে থেকেও স্বপ্ন তো বোনা চাই।
কী যে চাই, কি হারাই কিছু নাহি বোঝা যায়
পেলে কিছু বলে মন আরো বেশি পেতে চাই।
বাসনার ছলা-কলা বুঝা বড় দায় রে
সাধ আর সাধ্য কি গজে মাপা যায় রে?
তেমন কঠিন নয় তো আবার সহজও নয় কিছু
বুঝাতে কি চায় মন; বেশি-কম উঁচু-নিচু।
দিবসের ভানু হাতে ঘুরি নিশি-ভোর
গহীন তামস তবু করতে নারি দূর।
আঁধার রাতে গহীন বনে আশার আলো জ্বালাতে
আয় না রে মন পরাই লাগাম অলীক বাসনাতে।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১১) কাব্যগ্রন্থে প্রকাশিত।