যখন তোমার বাবা ছিলো
সুখ বিলাসের চাবিও ছিলো
সে সব দিনের কথা ভাবো
বাবা যখন থেকেও নেই
ছায়া তবু জড়িয়েই আছে
কারণ খানা ভাবো!

যে দিন বাবা চিরতরে
হারিয়ে যাবে জীবন থেকে
জুঝবে সে দিন ছায়া বিহীন
তুমিও তখন বাবা হবে
ছায়ায় তুমিও জড়িয়ে যাবে
সে সব কিছুও ভাবো!

যখন বাবার তৃঞ্চা হবে
বাবার ছায়াও নিঃস্ব হবে
সাধ হবে গো ছেলে হতে
ঘুরিয়ে জীবন আর বেলাতে
কড়ির দামে কিনবে বাবা
মিলবে কি গো ছায়া তাতে?

দিন বদলের ওই খেলাতে
ছেলের তরে ভাববে যখন
সে দিন তুমিও মূর্খ হবে
বাবার মতই ভাবনা হবে
বুঝবে তখন বাবার ব্যথা
কষ্ট আবেগ সুখের কেতা!

ঘুরবে চাকা আবার সে দিন
পড়বে কি গো মনে
বাবার স্বপন কেমন চোখে
নেশার কাজল টানে?
ছেলের তরে অপূর্ণতা
অন্তরে হয় কেমন ব্যাথা?
ব্যর্থ হতাশ কেমন তারে হানে আঘাত শেল
কেমন ধারায় জীবনখানা করে যায় সে ফেল?
____________________
⭐কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-২১) কাব্যগ্রন্থে প্রকাশিত।