চৈতালী অভিঘাতে কষ্টের জলছবি -
যতই তা হোক না সুলভ্য
ঝড়-ঝঞ্ঝায় দিনে-রাতে তবুও
এঁকে যাবো জীবনের কাব্য।
বেদনার শোকসারি! যে কালিতে
কলম লিখে কষ্টের কথকতা
দুঃখ ভুলে তা ই হাসবে আবার
দিয়ে যাবে চিত্তসুখের বারতা।
হৃদয় কলম ঝরা বেদনার কালি
জাগাক না-হয় কষ্টের শিখা
সে কালিও ফুরাবে একদিন দেখো
পাবে না আর বেদনার দেখা।
নীতির ঝুলি ভরা মুখের বুলি
কর্মে নাস্তি সাফাই হাত
'ঝোপ বুঝে কোপ' মেরে আর
করবো নাকো কিস্তি মাত।
পায় চলা মেঠোপথ দিনলিপি এঁকে
একাকার হোক বুনোফুল দলে
চিত্তখানা ভরে নেবো হরষিত সুখে
সুবিমল টলমল স্ফটিক জলে।