প্রতিভাসে কিসের আভাস
ঝুরো জোছনার কলি!
ডাকছে এক প্রাণের দোসর
খুলো হৃদয়ের ঘুলঘুলি।
স্বপ্নদোলায় ভেসে ভেসে
হন্যে ছিল বিবাগী মন
সুখের আশায় জীবন চষে
তবুও সে হয়নি আপন!
কালো মেঘ দিগন্তে এল,
ভাবনার গুড়গুড়ি
সন্তর্পনে জীবন পাতায়
চল দিয়ে হামাগুড়ি।
মেঘ জমেছে বুকের ভিতর?
হোক না খানিক বৃষ্টি
নুন-রোধিরে ভিজিয়ে মন
মানুক এ প্রাণ তুষ্টি।
পার করে শত আয়োজন
শেষমেশ হয়ে যাও নিঃস্ব,
হৈ-চৈ কলরব সবশেষে দাঁড়িয়ে
দেখ এক হাভাতের বিশ্ব।
বয়েসের ভারে ন্যুব্জ যে দেহ
টেনে টেনে গড়াচ্ছে বেলা
শক্তি-বৈভব নেই সুদিনের মত
ভাগ্যেতে জোটে অবহেলা।
পাকে বিপাকে পাশেতে যেজন
আত্মীয় সে পরম বন্ধু
ভালোবাসায় ধারণ করে যে
সে-ই না করুণার সিন্ধু।