গ্রান্ড প্রিন্স হোটেল, মিরপুর, ঢাকায় আজ বিকালে অনুষ্ঠিতব্য আমাদের 'মাসিক কবিতার আসর ও ঈদ পুনর্মিলনী' উপলক্ষে লেখা কবিতাটি বাংলা কবিতার আসরের সকল কবি ও অনুরাগী পাঠকদের উৎসর্গ করছি -
________________________
পল্লবের এই কাব্য কানন আমরা কজন মিলছি আজ
হরেক ধাঁচের মানুষ হলেও কবির নামে নেইকো লাজ।
আয়েস করে আমরা পড়ি শখের লেখা কবিতা
আমরাই আবার লিখছি কষে যে যা-ই বলুক যাচ্ছে তা।
গুরু যদিও রবি নজরুল করছি তাঁদের সরণ যে
তবুও মোদের লেখায় আছে স্বকীয়তার ধরন যে
কবিতাতে যতই থাকুক মাত্রা ছন্দের কৃচ্ছতা
আস্থা সবার উৎসাহতেই বাড়বে মানের উচ্চতা।
নানান পথের মানুষ আছি শত মতের ধারক
সবার উপর আমরাই আবার ঐক্য-সাম্যের স্মারক।
প্রেম ও প্রীতির বন্ধনেতে বুকে নিয়ে এই পাতা
নিশি-দুপুর বসে লিখি দুঃখ-সুখের কবিতা।
যত্নে গড়া আশিস বিধির পল্লবের কাব্য কানন
হাজার ফুলের রঙ বাহারে আমোদিত এই ভুবন।
নদীর ধারা সাগর পানে কল্লোলিনী যায় ধেয়ে
যাবেই আসর সুমুখেতে হালের নতুন বাঁক নিয়ে।
যুগের চাকা যতই ঘুরোক কাব্য-কলা থাক বেঁচে
আসর কবির মিলন মেলা চলবে গেয়ে ও নেচে।
হিংসা বিভেদ ভুলে হলাম কবিতাতে অন্তঃপ্রাণ
সবার উপর গাই এসো আজ এই আসরের জয়গান।
----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-১১২) প্রকাশিত