(লিমেরিক)

তোমার জীর্ণ চেতন শীর্ণ যদি
ব্যথার বানেই ভাসবে নদী
কেউ দিবে না ত্রাণের ভেলা
দিতে পাড়ি হবেই একেলা
সুমুখ পানে এগিয়ে চল আশার তরী বাঁধি।

_______________________
🔯 সঞ্চয়ন কবিতা সংকলন (পৃষ্ঠা-১২) প্রকাশিত