সত্য নয় মরীচিকা - জানি;
কখনো আলোক বর্তিকা হয়ে জ্বলে,
ভ্রান্ত যদি আশার বচনও কিছু;
অঙ্কুর জাগে হৃদয় মৃত্তিকাভূমে!
স্বপ্নছায়ায় লব্ধ ছবি; হোক না রূপক –
আশা জাগায়, পূলক আনে ভাবে
ভ্রান্ত আশার ভিত্তি হয়েও
প্রনোদনার চিত্র আঁকে, বীজ বুনে সে মনে!
বোধ চেতনায় প্রখর যে জন –
ব্যস্ত সদা জ্ঞান যোজনার নেশায়
যুক্তি বিনে পা’ ফেলে না
পায় না সে সুখ মিথ্যা ভাষণেও!
দূর্ভাগা সে; স্বপ্ন ভুলে – হয় না ছবি আঁকা
নেই তো আশা, মিথ্যে ভাষা
হারায় মায়া, উধাও প্রেষণাও,
মরু ধূ-ধূ জীবন যে তার রয় চারিদিক ফাঁকা!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৪৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।