আসরের ছান্দসিক কবি রহমান মুজিব রচিত "ফরমালিনে তোর মা লীন" শির্ষক কবিতা পড়ে মন্তব্যসূত্রে সৃষ্ট আমার ক'লাইন কবিতা তাঁকেই উৎসর্গ করছি।
আর খাবো না ফরমালিন
রাসায়নিক ফল-সবজী আর মাছে দিচ্ছে ফরমালিন
ব্যবসা তরে লজ্জা ছেড়ে
লাভের মূলা তুলতে ঘরে
ন্যায়-নীতির ধার না ধেরে এ কী করছে বিবেকহীন?
আর খাবো না ফরমালিন
করছে এ কী বিবেকহীন?
বলব কী আর দুঃখের কথা মৃত্যুদূত বাজায় বীণ
খাদক-ভোক্তা খুব অসহায়
কার কাছে আর বিহীত চায়
বাছ-বিচারের সুযোগ না পায় খাচ্ছে সেসব উপায়হীন।
আর খাবো না ফরমালিন
করছে এ কী বিবেকহীন?
চোখের দেখা, মনের ধোঁকা চলছে বেড়ে নিত্যদিন
তাজা দেখে টাটকা ভেবে
গিলছি বিষ কী নীরবে
ফরমালিনে জাতি তাই আজ স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন।
আর খাবো না ফরমালিন
করছে এ কী বিবেকহীন?
সব দেখেও শাসক ত্রাতা কাটাচ্ছে দিন বিকারহীন!
নীরব যখন শাসক নেতা
করবে কী আম-জনতা
তারা যে হায় বলির পাঠা! বোঝে না রাত কি দিন।
আর খাবো না ফরমালিন
করছে এ কী বিবেকহীন?
চলছে কী আজ সমাজ রীতে অবস্থা যে হচ্ছে সঙ্গীণ
চারদিকেতে নীরব হায়েনা
কারোর কথা কেউ ভাবে না
শ্বেত-সন্ত্রাসের লোভের কোপে কত না প্রাণ হচ্ছে বিলীন।
আর খাবো না ফরমালিন
করছে এ কী বিবেকহীন?
পিঠ ঠেকেছে দেয়ালেতে, রুখতে হবে ফরমালিন
এভাবে তো যায় না চলা
রুখবো এদের ছলাকলা
করব ঘৃণা ফেলব ছিঁড়ে এদের সাথে আত্মীয়তার করবো লীন।
আর খাবো না ফরমালিন
করছে এ কী বিবেকহীন?