আঁধারের যে আকাশ পেয়েছি গো উপহার
তার বুকে কেন মন আঁকে চাঁদ বারেবার!
এপাড়ে জাগছে নিদাহারা শশী ভাবে মন টলমল
ওপাড়ে বসেছে সুরের মেলা কলরোল কোলাহল।

ভালোবাসো সখা – সে তো তোমার দয়ার দান
ঘৃণা করলেও তুমিই, নির্জীব আমি নিমিত্ত প্রাণ।
এত অনুযোগ এত অভিমান কেন তবু ডাকো কাছে,
প্রেম-ফাঁদে পুরে কেন জুড়াতে চাও দেহ-মনটি মিছে!

যে প্লাবনে ডুবে বাঁচে, ভালবাসা আঁচে পুড়ে
সিক্ত হৃদয়টুকু থাক জীবনের আঙ্গিনা জুড়ে।
হৃদয়ে হৃদয় রাখো করো না তো আর হেলা
মন গভীরে মনটি পুরে মিটাও মনের জ্বালা।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-২৫) কাব্যগ্রন্থে প্রকাশিত।