আকাশ কুসুম ভেবে ভেবে
পাহাড় নদী সাগর ছেপে
বাঁচার তরে যুদ্ধ যাদের
সংগ্রামী আর ঋদ্ধ কঠিন 
নয়তো সহজ তাদের জীবন - 
নিত্য প্রহর স্বপ্ন চোখে
দুঃখে কেঁদে সুখে হেসে
বাঁচতে তারা ভালোবাসে
জীবন যুদ্ধে জয়ী হতে
বুকে পুষে বজ্র-কঠিন পণ। 
লড়াই খেলাই বাঁচন মরণ
গড়-পড়তায় এই তো দেখি
আম-জনতার যাপন। 

স্বপ্ন দোলায় ভেসে ভেসে
পাতাল গিরি বাতাস ছেঁকে 
কুড়িয়ে আনে মুক্তো মানিক 
মরতে শহিদ বাঁচতে গাজী
চেপে ধরে জমের টুটি
ভাইকে ভাইয়ে হিংসা করে 
তারাই কেমন পরের তরে 
রক্ত ঝরায় হেসে হেসে
হিংসা ভুলে বাঁধে জুটি
অকাতরে ত্যাগের বেলায় 
কেউ ভাবে না মরণ বাঁচন!
সব মিলিয়ে ওই তো দেখি
আম-জনতার জীবন!


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১৪) কাব্য সংকলনে প্রকাশিত।