একটি ব্যাপার -
অনেক দেখেছি ভেবে, একটি ব্যাপার:
ভেবে ভেবে বিস্ময় জেগেছে অপার
সূর্য বিলায় আলো দিবসে কেবল
পারে না রাত্তিরে কেন?
তারকারা মিটিমিটি জ্বলে সূর্য লাজে!
দিন কেন ঘুরে-ফিরে আহ্নিকে ভেসে
বারে বারে আসে, রাত কেন খাবি খায়
ঊষার আলোকে দেখে?
এই কী ব্যাপার!
বিষয় - সে তো আম-জনতার,
বুঝে না তো তাল কিছু চিনে না দরবার
গরম ভাতে বিড়াল ব্যাজার
তাল গুটিয়ে তিল হলে কার না-জাগে বিস্ময়?
কথায় আছে ঢের -
হিসাব মিলাও ফের
চাপিয়ে দিলে শাকের আঁটি শক্ত বোঝার পর
কেল্লা ফতেহ্ যদি চড়ে সেরের উপর সোয়া -
ঝুলিয়ে দিলে নাকের ডগায় বাহারি লাল মূলা!
আম-জনতার ব্যাপার -
নেই সময়ের হিসাব,
বাতাস পেলে তারাই আবার হুজুগে মাতাল
অন্ধ হলেও দু'চোখ ডলে সবই দেখতে পায়
সুযোগ পেলে হামলে পড়ে, জুটে গেলে তাল।
কী দোষ বলো তাদের
বদ্ধ কানার জীবন যাদের গড়-পড়তায়...
দেখে-শোনে বোবা সেজে দুঃখ ভোলে তারা
দুই গ্রাস ভাতের তরেই সুখ বিকিয়ে খায়।