লাগবে কি ভাল বিহগের কলতান -
প্রেম-নির্ঝরে ঝরা কবিতার ফরমায়েশ?
কী হেন মধুর এমন ‘চিরতার রস’ জাগে
ওই বুকে, বোঝাই তারে কি করে বলো!
সুখের চাঁদোয়া ঢাকা ভালবাসা-নির্যাস
ভাল কি লাগে তার অবিন্যস্ত কুন্তলধাম?
অক্ষিপটে সোহাগ মদিরা ধূপ; ময়ুরাক্ষী-জল,
আলুথালু সুখ, স্বপ্ন বাঁকে হারায় নিশানা অতল।
ভালো কি বাসি তার জ্যোৎস্না ভেজা মন!
অনিন্দ্য গ্রীবা জুড়ে আদুরে মরালী কেশ
কি’বা তার স্নেহখরা ক্ষীণাঙ্গ কটিদেশ!
কী জানি সুরভি জাগে স্ফটিক বিস্মরণে
অহর্নিশ কাঁদিছে মন মোহিনী আকর্ষণে
শ্বেত-শবনম ঝরিছে হেথা কুমুদ সরসী নীরে
প্রণয়ের গীতে মেতেছে ডাহুক কাম অনুরাগে
অশ্রুধারা কার ঝরে অণুক্ষণ আনত বরিষণে!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৫৫) কাব্যগ্রন্থে প্রকাশিত।